এই বাংলাদেশকে হারানোর সামর্থ্য নিউজিল্যান্ডের নেই

এই বাংলাদেশকে হারানোর সামর্থ্য নিউজিল্যান্ডের নেই


এই বাংলাদেশকে হারানোর সামর্থ্য নিউজিল্যান্ডের নেই

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন অনেক উচ্ছ্বাসে অনেকবার ভেসেছে বাংলাদেশ। ছবি: আইসিসি ওয়েবসাইট।

৬ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ধারাভাষ্যকার অ্যালান উইলকিনসের বিশ্লেষণ, ব্যাটিং আর স্পিন শক্তিতে উজ্জ্বল এই বাংলাদেশকে হারানোর সামর্থ্য নেই নিউজিল্যান্ড দলের।
৯ ফেব্রুয়ারি। পচেফস্ট্রুম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের আগে দুই দলের জাতীয় সংগীত বাজছে। শুরু হলো অনেক চেনা সেই সুর, ‘আমার সোনার বাংলা...।’


দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কাল বাংলাদেশ সেমিফাইনালে ওঠা নিশ্চিত করার পর থেকেই হয়তো এমন স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে বাংলাদেশের কোনো ক্রিকেটপ্রেমী মন। আবার আগ বাড়িয়ে এত কিছু ভাবায় আপত্তি থাকতে পারে অনেকের। মনে হতে পারে, ৬ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের বৈতরণী পার হলেই না তারপর ফাইনালের চিন্তা করা যায়! তার আগে ফাইনাল নিয়ে ভাবনাও তো বাড়াবাড়ি!

কিন্তু আপনার অবস্থান যদি হয় এ দুটির মধ্যে প্রথম শ্রেণিতে, তাহলে অ্যালান উইলকিনসের কথা শুনে আপনার মনে দোলা দিয়ে যেতে পারে রোমাঞ্চ। ওয়েলশ এই ধারাভাষ্যকারের বিশ্লেষণী চোখ যে বলছে, বাংলাদেশই ফাইনালে যাবে। সেমিফাইনালে বাংলাদেশকে হারানোর সামর্থই নিউজিল্যান্ডের নেই বলে মনে হচ্ছে তাঁর।

পচেফস্ট্রুমে পরশু স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে উঠেছিল নিজ মাটিতে আয়োজিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে মেহেদী হাসান মিরাজের দল সেবার থেমে গিয়েছিল সেমিফাইনালেই, ওয়েস্ট ইন্ডিজের হাতে। এবারে সেমিফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ড গত পরশু বেনোনিতে মহানাটকীয় কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ২৩৯ রানের লক্ষ্যে ১৫৩ রানেই ৮ উইকেট হারালেও নবম উইকেটে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে কিউইরা ভেসেছে উচ্ছ্বাসে। জিতেছে ২ উইকেট আর ২ বল হাতে রেখে।

কিন্তু নিউজিল্যান্ডের রূপকথার এখানেই শেষ দেখছেন উইলকিনস। কাল বাংলাদেশের ম্যাচের পর ৬৬ বছর বয়সী বিখ্যাত এই ধারাভাষ্যকার সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এভাবে, ‘নিউজিল্যান্ড ওদের হারাতে পারবে না। এই বাংলাদেশকে হারানোর সামর্থ্য এই নিউজিল্যান্ডের নেই। নিউজিল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু এই দলটা (বাংলাদেশ) অনেক বেশি ভালো।’

কোন কোন দিকে ভালো বাংলাদেশ, উইলকিনসের সে বিশ্লেষণে কাল দক্ষিণ আফ্রিকাকে হারানোর পথে দাপুটে ক্রিকেট উপহার দেওয়া বাংলাদেশের প্রশংসা। স্বাগতিকদের ২৬২ রানের লক্ষ্য দিয়ে বাঁ হাতি স্পিনার রকিবুল হাসানের ৫ উইকেটের সৌজন্যে বাংলাদেশ জিতেছে ১০৪ রানে। দলের তিন ব্যাটসম্যান তানজিদ হাসান (৮০ রান), তৌহিদ হৃদয় (৫১) ও শাহাদাত হোসেন (৭৪ *) করেছেন ফিফটি। বোলিংয়ে দুই বাঁহাতি স্পিনার রকিবুল ও হাসান মুরাদ মিলে ১৮.৩ ওভারে দিয়েছেন মাত্র ৪৫ রান। দুই পেসার শরিফুল ইসলাম ও তানজিম হাসান করেছেন দারুণ বোলিং। ফিল্ডিংয়েও বাংলাদেশের ক্ষিপ্রতা চোখে পড়েছে, ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে যা নিয়ে প্রশংসা ছিল সাংবাদিকদের মুখেও।

উইলকিনসের চোখেও তাই বাংলাদেশ সব দিক থেকে পরিপূরণ, ‘ওদের বৈচিত্র্য আছে, স্পিন বোলিং অনেক গভীরতা ওদের। রকিবুল না হলে অন্য একজন, সে না হলে আরেকজন...। পেস বোলাররাও বেশ ভালো। আর ওদের ব্যাটিং! যেভাবে ব্যাট করে ওরা, দেখে অনেক পরিপূর্ণ মনে হয়।’ শেষে আবার তাঁর ভবিষ্যদ্বাণী, ‘. . তাই নিউজিল্যান্ডের যতই রূপকথার মতো গল্প থাকুক—বেনোনিতে ওয়েস্ট ইন্ডিজকে ওরা যেভাবে হারিয়েছে সেই ম্যাচের গল্পটা অনেক সুন্দর, নবম উইকেটে রূপকথার মতো একটা জুটি হলো—তবু আমার মনে হয় না ওদের হাতে যথেষ্ট গোলাবারুদ আছে, যেটা দিয়ে এই বাংলাদেশ দলটাকে হারাতে পারে।’

বাংলাদেশকে বরং আলাদা প্রশংসায় ভাসিয়েছেন উইলকিনস, ‘এই বাংলাদেশ দলটা অসাধারণ। আমার মনে হচ্ছে ওরা ফাইনাল পর্যন্ত পুরো পথ পাড়ি দেবে।’

উইলকিনসের কথাটা সত্যি হলে দারুণ খুশি হবে বাংলাদেশ।

1 comment:

  1. Your Affiliate Money Printing Machine is ready -

    And getting it set up is as simple as 1, 2, 3!

    Here is how it works...

    STEP 1. Input into the system what affiliate products you intend to promote
    STEP 2. Add some PUSH BUTTON TRAFFIC (this LITERALLY takes 2 minutes)
    STEP 3. Watch the system grow your list and sell your affiliate products all for you!

    Are you ready to make money automatically??

    Click here to start running the system

    ReplyDelete

Powered by Blogger.